কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ১৯ অক্টোবর খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার অডিটরিয়ামে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রকল্প পরিচালক ও কৃষিবিদ ইনষ্টিটিউশন মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম (পিন্স) প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা ও মাননীয় কৃষি মন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশের সকল পর্যায়ের কৃষিবিদগণ ‘মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষি হবে দূর্বার’ এ শ্লোগানটি ধারন ও লালন করেন। দেশে করোনা পরিস্থিতিতে সকল সেক্টরের উৎপাদন বিঘ্নিত হলেও কৃষি খাত একমাত্র সেক্টর যেখানে এখন পর্যন্ত উৎপাদনের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়নি। করোনা পরিস্থিতিতেও কৃষি উৎপাদনের চাকাকে সচল রাখতে খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতা, দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ এগিয়ে নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ডাল,তেল ও মসলা ফসলের উৎপাদন বাড়াতে চাই। কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদন নিশ্চিত করতে পারলে আমাদের উৎপাদনকে কাংখিত মাত্রায় নেয়া সম্ভব হবে। প্রকল্পের এসএমই কৃষকদের বীজ ব্যবসায় আনতে রেজিট্রেশনের আওতায় আনতে হবে ও বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে তা কৃষি মন্ত্রণালয়ে যথাযথভাবে পাঠানোর আহবান জানান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, প্রকল্পের তালিকাভুক্ত এসএমই কৃষকগণের মাধ্যমে নতুন জাত ও প্রযুক্তি অন্যান্য কৃষকের মাঝে সম্প্রসারণ করা সম্ভব হবে। এ অঞ্চলে কলারোয়ার কৃষক পেঁয়াজ বীজ উৎপাদন করে যে দৃষ্টান্ত তৈরী করেছেন তা অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র eªþ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার উপাধ্যক্ষ কৃষিবিদ শেখ মোঃ শহীদুজ্জামান। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চলনায় কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফ ম মাহবুবুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল আয়োজিত কর্মশালায় কারিগরী সেশনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় ডিএই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের জেলা পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পভুক্ত উপজেলাসমূহের উপজেলা কৃষি অফিসার, বিএডিসি, বীজ প্রত্যয়ন্ এজেন্সি, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হর্টিকালচার সেন্টার, সংগ নিরোধ কেন্দ্র ও কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ এবং এসএমই কৃষক উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খুলনা অঞ্চলের কৃষিবিদগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস