খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ইঁদুর একটা যন্ত্রণা, ফসল ক্ষেতে থাকা অবস্থা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব অবস্থাতেই ইঁদুর ক্ষতি করে থাকে। বাড়ি ঘরের ক্ষতি করে,দরকারি কাগজপত্র কেটে নষ্ট করে,আমাদের কোন উপকার তো করেই না বরং ৬০টির বেশী রোগ ছড়িয়ে থাকে। কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপ হলো এ ইঁদুর নিধন অভিযান। সিটি মেয়র আরো বলেন, ইঁদুর মারা শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ নয় বরং সর্বস্তরের জনগণেকে সম্পৃক্ত করে এ অভিযানকে সার্থক করে তুলতে হবে। ইঁদুর নিধন কার্যক্রমের প্রচারণা, জনগণকে সচেতন করা ও অভিযানকে সার্থক করার জন্য তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান ও ইঁদুর মারার ঔষধ যাতে ভেজালমুক্ত হয় সেদিকে লক্ষ রাখতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি গত ২১ অক্টোবর সকাল ১১টায় ডিএই হল রুম, খামারবাড়ি, খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল, জেলা, মেট্রোপলিটন কৃষি অফিস,দৌলতপুর ও লবনচরা আয়োজিত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর প্রতিপাদ্য হলো “আসুন,সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এর সঞ্চলনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, জেলা কৃষি পূর্ণবাসন কমিটির সদস্য শ্যামল সিংহ রায় ও ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম। ইঁদুরের ক্ষতিকারক দিক ও নিধনের কলাকৌশল বিষয়ে প্রেজেন্টশন করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ হারুন অর রশিদ ও ডুমুরিয়ার খাজুরা অনির্বান সিআইজি ফসল সমবায় সমিতির সেক্রেটারী মোঃ আরিফুল ইসলাম। পরে প্রধান অতিথি ২০১৮ তে খুলনা অঞ্চলে ইঁদুর নিধন কার্যক্রমে সফলতার জন্য ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, রূপসা উপজেলার উপসহকারী কৃষি অফিসার করুনা কান্তি সরকার , বটিয়াঘাটার এসএএও আঃমান্নান , ফকিরহাটের এসএএও বিপ্লব দাস , ডুমুরিয়ার কৃষক মোঃ আরিফুল ইসলাম ও রামপালের কৃষাণী সুমিত্রা সেনকে পুরষ্কৃত করেন। এর আগে সিটি মেয়রের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী রূপসা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খামারবাড়ি খুলনায় এসে শেষ হয়। পরে প্রধান অতিথি একটি ইঁদুরের লেজ কেটে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস