Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় মহিলা সেবাদানকারীদের মাঝে স্টার্টার কীট বিতরণ
বিস্তারিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলা কৃষি অফিসের সহযোগিীতায় ইউএসএ্আইডি’র অর্থায়নে আর্ন্তজাতিক ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) বাংলাদেশ ফরিদপুর হাব এর উদ্যোগে গত ২ সেপ্টম্বর সকাল ১১টায় উপজেলাধীন বড় কানাবিলা গ্রামে ৯ জন  স্থানীয় মহিলা সেবাদানকারীদের মাঝে সিডার মেশিনের মেকানিক্যাল স্টার্টার বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতীম সাহা। স্থানীয় স্কুল শিক্ষক নিহার রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে আমরা কৃষি উৎপাদন খরচকে অনেকটাই কমিয়ে আনতে পারি। গতাণুগতিক কৃষি থেকে বেরিয়ে আমাদেরকে কৃষি বাণিজ্যিকীকরণের দিকে এগিয়ে যেতে হবে।  ফসলের কাঙ্খিত ফলনের পেতে কৃষি যান্ত্রিকীকরণের কোন বিকল্প নেই। কৃষক তার উৎপাদিত ফসলের কাংখিত মূল্য পাচ্ছে না। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রন আমরা না করতে পারলেও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে এর পার্থক্যটা কমিয়ে আনা সম্ভব। প্রধান অতিথি স্থানীয় নারীদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও তার মেরামতের কাজকে প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন এবং সিডার মেশিন চালাতে সমস্যার সমাধানে কাজ করায় সিমিটকে ধন্যবাদ জানান, সেইসাথে ভবিষ্যতে পারষ্পারিক আন্তরিকতায় কাজের পরিধি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষিবিদ মোঃ ফজলুর রহমান,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. সেলিম আহমেদ, কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার বালিয়াকান্দি, সিমিট বাংলাদেশ হাব কো-অর্ডিনেটর কৃষিবিদ হিরালাল নাথ। সিমিট এর কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ কে এম জসিমউদ্দিন এর সঞ্চলনায় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাথমিকভাবে ৯জন স্থানীয় মহিলা সেবাদানকারীর হাতে কীট তুলে দেন। কীট প্রাপ্ত সেবাদানকারী দিপ্তীরানী তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের যে চাহিদা ছিল তা সিমিট পূরণ করেছে, এজন্য আমরা খুবই আনন্দিত। পাওয়ার টিলার চালিত সিডার আমরা নিজেরাই চালাতে পারি কিন্তু র্স্টাট দেয়ার জন্য  পুরুষের দরকার হতো, সেজন্য বেশিরভাগ সময় মেশিন অব্যবহৃত থাকত। এখন আর সেটা হবে না। আমরা নিজেরাই সারা বছর চালাতে পারব এবং আয় করতে পারব। উল্লেখ্য কৃষি যান্ত্রিকীকরণে বালিয়াকান্দি উপজেলা ফরিদপুর অঞ্চলের মধ্যে এগিয়ে রয়েছে। মহিলাদের কাজের গতি আরো বাড়াতে সিমিট বাংলাদেশ হাব মোট ১৪ জন মহিলা সেবাদানকারীদের মাঝে এ কীট বিতরণ করবে বলে জানান। অনুষ্ঠানে সিমিট বাংলাদেশ এবং আইডিই বাংলাদেশ ফরিদপুর হাব এর মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, এসডিসি এর প্রতিনিধি, কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের ডিলারবৃন্দ, মেকানিক, দক্ষ এলএসপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2019
আর্কাইভ তারিখ
30/11/2019