কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় ডিএই ফরিদপুরের প্রশিক্ষণ হলে আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার পরিচালক প্রশাসন ও অর্থ উইং কৃষিবিদ মোঃ শাহ আলম এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এখন সময়ের দাবী। আমরা দানাদার ফসলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি। এখন আমাদের নিরাপদ খাদ্যের দিকে এগিয়ে যেতে হবে। পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্যের মাধ্যমে সুস্থ জাতি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সরকারের কৃষি ভাবনার প্রতিফলন ঘটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসলের নতুন জাতের সম্প্রসারণ ঘটাতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদল তৈরীর মাধ্যমে শস্যের নিবিড়তা, ফসলের ফলন বৃদ্ধি ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা। ডিএই ফরিদপুর এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খুলনা অঞ্চল, কৃষিবিদ মোহাম্মদ আলী অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল ও সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ( ১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মহম্মদ মাইদুর রহমান। দিনব্যাপী এ কর্মশালায় ডিএই ফরিদপুর, যশোর ও খুলনা অঞ্চলের আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পভুক্ত উপজেলা সমূহের উপজেলা কৃষি অফিসারগণ এটিআই, কৃষি তথ্য সার্ভিস খুলনা অঞ্চল, বিএডিসি, এসসিএ, বারি, ব্রি, বিজেআরআই ও হর্টিকালচার সেন্টার এর ৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস