কন্দাল ফসলগুলো দেশের উৎপাদিত খাদ্য ঘাটতি এবং পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রায় ৫.৩৪ লক্ষ হেক্টর জমিতে কন্দাল ফসলের চাষ করা হয় যা বার্ষিক উৎপাদনের প্রায় ১২১ লক্ষ মেঃ টন। এ ফসলগুলো ভিটামিন ও খনিজসহ অনেক পুষ্টিকর উপাদান সম্বৃদ্ধ। পানিসম্পদ, পল্লী প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম প্রধান ও যুগ্মসচিব মোঃ জালাল আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকরা উচ্চমূল্যের ও বিদেশে রপ্তানিযোগ্য কন্দাল ফসলের চাষ করে যেন অধিক লাভবান হতে পারে এজন্য আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এবং কৃষকদের মধ্য থেকে উন্নত মানের বীজ উৎপাদন ও উদ্যোক্তা তৈরী হয় তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছি।’ তিনি ২৯ জানুয়ারী/২০২২ইং শনিবার রাজবাড়ী সদর উপজেলার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের প্রদর্শনী সহ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন কালে এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় ও আইএমইডি প্রতিনিধি গন শনিবার বিকাল ৩.০০ টায় প্রকল্প এলাকা ও প্রর্দশনী মাঠ সরেজমিনে পরিদর্শন করার জন্য আসেন। আইএমইডি (কৃষি, পানিসম্পদ,পল্লী প্রতিষ্ঠান) বিভাগের যুগ্ম প্রধান (যুগ্মসচিব) মোঃ জালাল আহমেদ এর নেতৃত্বে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সুজয় চৌধুরী, রাজবাড়ী জেলার উপ-পরিচালক এস এম শহীদ নূর আকবর, ধান গম পাট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান, রাজবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, কৃষি অর্থনীতিবিদ কৃষিবিদ রেহেনা হক, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জহিরুল হক , মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার কৃষিবিদ মাসুমা জান্নাত, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসার সহ অন্যান্য কৃষক কৃষানী বৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শণীয় টিম প্রকল্পের বোরো ধানের আদর্শ বীজতলা, প্রকল্প থেকে দেয়া বীজ সংরক্ষনের ইরিকোকুন এবং বারি আলু-৯১ ও মোরাসাকি জাতের উন্নত মানের মিষ্টিআলু এবং লতিকচু প্রদর্শনী পরিদর্শন করেন। সাদীপুরের এসএমই কৃষক মোঃ জিয়াউর রহমানের বীজ সংরক্ষণাগার পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন, তার বীজ ব্যবসার সফলতার জন্য প্রসংশা করেন। উপস্থিত অন্যান্য কৃষকদের সাথে পরিদর্শন টিম মতবিনিময় করেন এবং নতুন প্রযুক্তি সম্প্রসারনে উদ্যোগি হওয়ার পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে রাজবাড়ী সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন সেক উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস