Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঝিনাইদহে জেলা কৃষি ঋণ মেলা/২০২৩ অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি উৎপাদন অব্যহত রাখতে ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসন, তফসিলি ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যেগে ৬ ফেব্রুয়ারি  পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষি ঋণ মেলা/২০২৩। ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন ও কৃষি ঋণ বিতরণ করেন।

                       মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও উদ্যেক্তাদের উৎসাহ বৃদ্ধির জন্য কৃষি ঋণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কৃষক সমাজ সহজ-সরলভাবে জীবন যাপন করেন। এক ধরণের মধ্যসত্ত্বভোগী তাদের সরলতার সুযোগে ঋণপ্রাপ্তীতে প্রতারণা করে থাকেন। কৃষকদের ঋণ প্রদান প্রক্রিয়া সম্পর্কে ধারণা ও সুবিধা/অসুবিধা জানানোর  লক্ষ্যে এ কৃষি ঋণ মেলা আয়োজন করা হয়েছে। তিনি এ কৃষি ঋণ মেলা আয়োজন করার জন্য তফসিলি ব্যাংকসমূহ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

                       ঝিনাইদহ জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজগর আলী ও বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস। মেলা আয়োজক সূত্রে জানা গেছে, সরকার কৃষকদের শতকরা ৪ ভাগ সুদে এবছর জেলায় ৬০ কোটি টাকা কৃষি ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।  মেলাতে জেলার ২১৩ জন কৃষকের মাঝে ৪ কোটি ৫০ লক্ষ্য ১৩ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মেলায় প্রায় ৪শত কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। পরবর্তীতে এ মেলা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র জানিয়েছেন। এবারের মেলাতে ৩০টি তফসিলি ব্যাংক ঋণ কার্যক্রম, প্রক্রিয়া এবং ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ এর সহযোগিতায় জেলা প্রশাসন ও তফসিলি ব্যাংকসমূহ এ কৃষি ঋণ মেলার আয়োজন করে। এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

                                                                                সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান,এআইসিও, কৃতসা,খুলনা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/02/2023
আর্কাইভ তারিখ
16/03/2023