কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ শুধেন্দু শেখর মালাকার বলেছেন, টিস্যু কালচারের মাধ্যমে নতুন নতুন জাতের ও উচ্চ ফলনশীল উদ্যান ফসলের চারা/কলম উৎপাদন করে কৃষকদের মাঝে বিতরনের কার্যক্রম জোরদার করতে হবে। তিনি ৩ ফেব্রুয়ারী সকালে মাদারীপুর হর্টিকালচার সেন্টার পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, এটাই দেশের একমাত্র টিস্যু কালচার কার্যক্রম পরিচালনাকারী হর্টিকালচার সেন্টার। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সেবা গ্রহনকারীদের সেবা প্রদান করতে হবে। কৃষি কে আরো অনন্য উচ্চতায় নেয়ার জন্য এ কেন্দ্রটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এ সময় হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ ড.মো: সাইফুল ইসলাম, ডিএই মাদারীপুরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা, কৃষিবিদ এস এম সালাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার কালকিনি কৃষিবিদ মিল্টন বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী সরকার সহ ডিএই ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস