কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১৮ জানুয়ারী নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গ্রামে বিনা সরিষা-৯ এর মাঠ দিবস ও চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, কৃষক দরদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে করোনাকালীন মহামারী দূর্যোগের সময়ে আমাদের চাষি ভাইয়েরা দেশ ও জাতির জন্য খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে যে ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে। তিনি প্রকৃত কৃষকদের সমন্বয়ে প্রতিটি গ্রামে কৃষক সংগঠন গড়ে তোলার আহব্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলিয়ে আমাদের খাদ্য উৎপাদনের ধারাকে অব্যহত রাখতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একসাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।তিনি সরিষা ক্ষেতের পাশে স্থাপিত মৌ বাক্স স্থাপনে মধু সংগ্রহ প্রসংগে বলেন, প্রাকৃতিক উপায়ে তৈরী এ মধু গুনগত মান সম্পন্ন হওয়ায় বিদেশে রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। সভাপতির বক্তব্যে উপপরিচালক ডিএই নড়াইল বলেন, তেল ফসলে স্বযংসম্পূর্ণতা অর্জনে উন্নত জাত ও সার ব্যাস্থাপনা মেনে চললে সরিষার ফলন আশানুরুপ পাওয়া সম্ভব হবে। নড়াইল জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৭শত হেক্টর হলেও আবাদ বেড়ে ৭ হাজার ৭শত ২৫ হেক্টর হয়েছে। তিনি সরিষা চাষের পাশাপাশি মধু উৎপাদনে উদ্যেক্তা হওয়ার প্রতি আহবান জানিয়ে বলেন, জেলায় ১ হাজার ১শত ১৫টি মৌ বাক্স স্থাপনের মাধ্যমে এ পর্যন্ত ৪ হাজার কেজি মধু ইতোমধ্যেই সংগৃহীত হয়েছে যার বাজার মুল্য প্রায় ১২ লক্ষ টাকার উপরে। মধু বিক্রির পরিমাণ এ বছর ২০ লক্ষ টাকার উপরে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস। অন্যান্যদের মধ্যে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান মোল্যা, বিএফএ কেন্দ্রিয় কমিটির পরিচালক ও নড়াইল চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি মো: এনামুল কবির (রিন্টু), সংসদ সদস্য প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম ও কৃষক মোঃ লাল মোল্যা বক্তব্য দেন। মাঠ দিবস ও চাষি সমাবেশে প্রায় দুইশতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সরিষা প্রদর্শনী ও মৌ বাক্সে মধু আহরণ প্রত্যক্ষ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস