কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ২২ মে সকাল ১০টায় ডিএই প্রশিক্ষণ হলে প্রধান অতিথি হিসেবে এ পুরষ্কার বিতরণ করেন। ডিএই সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের কৃষকেরা দেশের অর্থনীতির প্রাণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে এ দেশের কৃষক ও কৃষিবিদদের পরিশ্রমের কারনে। স্বাধীনতা অর্জনের সময়ে ৫৬ হাজার বর্গমাইলের আমাদের দেশে প্রতিনিয়ত কৃষি জমির পরিমাণ কমছে। কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের পরিশ্রমের ফলে জনসংখ্যার বিষ্ফোরনের মাঝেও আমাদের খাদ্য আমরা নিজেরাই উৎপাদন করতে সক্ষম হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, আমাদের প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগাতে হবে, কোথাও এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না।
কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকল্পের মনিটরিং অফিসার এইচ এম জাহাঙ্গীর আলন, বিনা সাতক্ষীরা কেন্দ্রের আঞ্চলিক প্রধান মো: বাবুল আকতার, অতিরিক্ত উপপরিচালক ইকবাল হোসেন, বিএডিসি সাতক্ষীরা উপপরিচালক ও বীজ প্রত্যয়ণ অফিসার প্রমুখ। পরে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ তেল উৎপাদকারী কলারোয়া উপজেলার কৃষক শাহাজান মোড়লসহ তালা উপজেলার রফিকুল ইসলাম ও সাধন কুমার ঘোষ, দেবহাটার আকবর আলী, ও কলারোয়ার রোকনুজ্জামানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এসময়ে জেলার উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্পের আওতাভুক্ত তেল উৎপাদকারী কৃষকগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদদাতা: মো: আবদুর রহমান এআইসিও,কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস