খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেক ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেছেন, ঘূর্ণীঝড়,জলচ্ছাস,লবণাক্ততাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। খাদ্যে সযংসম্পূর্ণতা অর্জনসহ কৃষির এ উন্নয়ন জনসাধারণকে জানানোর জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। দেশের প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার কল্যাণে কৃষি গবেষণাসহ কৃষির বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্রগতি প্রচার করা সম্ভব হচ্ছে। তিনি ১১জুন সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আয়োজিত ডিএই খামারবাড়ি, খুলনার প্রশিক্ষণ হলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার র্শীর্ষক প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের ১দিনের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি আরো বলেন, ফসলের নিবিড়তা বাড়ার কারনে আজ গো-চারণ ভূমি কমে যাচ্ছে। গো-খাদ্যের সংকট মোকাবেলার জন্য তিনি প্রতিটি গ্রামে গো-চারণ ভূমি তৈরীর বিষয়ে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। কৃষি বিষয়ক রিপোর্টিং করার জন্য এ প্রশিক্ষণ সাংবাদিকদের কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, হর্টিকালচার সেন্টার দৌলতপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিটিভি খুলনা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু। কৃষি তথ্য সার্ভিস খুলনার এআইসিও এস এম আহসান হাবিব এর সঞ্চলনায় সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, দেশের কৃষি উৎপাদন আজ ৪ কোটি ১৩ লক্ষ মে.টনে এসে দাড়িয়েছে যা আমাদের জন্য একটি মাইলফলক। লবণাক্ততাসহ নানা প্রতিকূলতার মাঝেও খুলনা অঞ্চলে কৃষির উৎপাদন বেড়েছে। আইলা বিধ্বস্ত এলাকা সমূহে কৃষকেরা কৃষি বিভাগের সহায়তায় কৃষি উৎপাদনে আজ ঘুরে দাড়িয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন আমরা খাদ্য নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি। উৎপাদিত কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা রাখার পাশাপাশি নানা উন্নয়ন মূলক কৃষি সংবাদ প্রচার ও প্রকাশের করায় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষ এসব সংবাদ জেনে নিজ নিজ ক্ষেত্রে উৎপাদনে এগিয়ে এসেছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা প্রেস ক্লাবের সভাপতি,সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস