গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. মোt আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা মুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়ার আহবান জানিয়েছিলেন। তারই কণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির জন্য ভিত তৈরী করেছেন। বাংলাদেশকে আজ সারা বিশ্বের মধ্যে উচ্চতর স্থানে নিয়ে গেছেন। দেশে কৃষি আজ সম্মানজনক পেশা। দেশের উন্নয়ন কৃষিকে ঘিরেই হয়েছে। বর্তমানে দেশে সারের কোন অভাব নেই। কৃষিকে আরো উন্নত করতে কৃষি যান্তিকীকরণের কোন বিকল্প নেই। মন্ত্রী আজ বেলা ১২টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর মাঠ দিবস-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গবেষণা, সম্প্রসারণ ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে গ্রীষ্মকালীন টমেটোর উrপাদন সাড়ে ৪ হাজার হেক্টর থেকে বাড়িয়ে ৫০ হাজার হেক্টরে উন্নীত করতে পারলে টমেটো আমদানী বন্ধ করা সম্ভব হবে। আমাদের দেশে উৎপাদিত টমেটো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভ্যালুএড করে বিভিন্ন পন্য তৈরী করে বিদেশে রপ্তানীর মাধ্যমে টমেটোকে লাভজনক পণ্যে নেয়া এবং ভূট্টার বহুজাতিক ব্যবহারে এর চাষ সম্প্রসারণে এগিয়ে আসার আহবান জানান। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোt নাসিরুজ্জামান এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন। গোপালগঞ্জ জেলার বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ এ মাঠ দিবসের আয়োজন করে। সভাপতির বক্তব্যে কৃষি সচিব বলেন, সরকার কৃষকের উৎপাদিত পণ্যের নায্য মূল্য দিতে কৃষি ও খাদ্য মন্ত্রণালয় এক যোগে কাজ করে যাচ্ছে। আগামীতে যে পরিমাণ চাল কেনা হবে সে পরিমাণ ধানও কেনা হবে। বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, আজ সে ঝুড়ি ভরে গেছে। বাংলাদেশ আজ রপ্তানীকারক দেশে পরিনত হয়েছে। এ বছর ৫০ হাজার মে.টন চালসহ সবজি ও ফল বিদেশে রপ্তানী হচ্ছে। চলতি বছর ৩৫ ভাগ পর্যন্ত রপ্তানী বেড়েছে। আমাদের এ প্রবৃদ্ধিকে ধরে রাখতে হবে। দেশে উৎপাদিত মিষ্টি আলু, তিল ও মুগ ডালের চাহিদা জাপানে যথেষ্ট পরিমাণে রয়েছে। তিনি স্বল্প সুদে ঋন প্রদান করে কৃষকদের লাভবান করার জন্য মাননীয় কৃষি মন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট এর মহা পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ । অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। মাঠ দিবসে প্রযুক্তি সম্পর্কীত বিষয়ে উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট এর ড. মোঃ আকতার সারি। এর আগে কৃষি মন্ত্রী কৃষক মোঃ রেজাউল ইসলামের জমিতে আবাদকৃত বারি হাইব্রিড টমেটো-৪ ও বারি হাইব্রিড টমেটো-৮ এর ক্ষেত পরিদর্শন করেন। মাঠ দিবসে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের প্রধান ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু, অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল কৃষিবিদ কাজী আব্দুল মান্নান , সাতক্ষীরা উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এআইএস প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ২ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস