রাজবাড়ী জেলার কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করার জন্য ‘কৃষকের বাজার’ উদ্বোধন করা হয়েছে। ২২ জুলাই সকাল ৮টায় রাজরাড়ী জেলা শহরের নতুন বাজারের কাঁচা বাজার পট্টিতে জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে এ বাজার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা, নিরাপদ শাকসব্জি ও ফলমূল সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করে যাতে ন্যায্য মুল্য পায় সেজন্য এ বাজার বিশেষ ভূমিকা রাখবে। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণের প্রতি উপস্থিত কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজবাড়ী কৃষিবিদ গোপাল কৃষ্ণ দাস বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকদের প্রতি অত্যন্ত আন্তরিক। কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। মধ্যসত্ত্বভোগীদের কবল থেকে কৃষক ও ভোক্তাদের রক্ষা করার উদ্দেশ্যে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ‘কৃষকের বাজার’ সৃষ্টি করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন সেক, কৃষি বিপনন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার মোঃ আকমল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তোফাজ্জেল হোসেন, উপসহকারী কৃষি অফিসার অরুন কুমার সরকার ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন। কৃষি বিপনন অধিদপ্তর , জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ ‘কৃষকের বাজার’ বাস্তবায়ন করছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস