কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রেজেক্ট (এনএটিপি-২) এর প্রকল্প পরিচালক সনr কুমার সাহা বলেছেন, নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের নিকট নিয়ে যেতে হবে। এর মাধ্যমে কৃষক তার আয় বাড়িয়ে নিজের ও দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। কৃষি, মrস্য ও প্রাণি সম্পদ এর সমন্বয় ঘটিয়ে সামগ্রিক কৃষির উন্নয়নে একসাথে কাজ করতে হবে। তিনি গত ১৮ এপ্রিল সকাল ১০টায় খুলনাস্থ সিএসএস আভা সেন্টারে এনএটিপি-২ প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি ও অর্জন পর্যালোচনার আঞ্চলিক কর্মশালা ২০১৮-১৯ এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। প্রকল্প পরিচালক আরো বলেন, বাংলাদেশের কৃষিতে বিনিয়োগ দরকার। এটি সরকার ও উদ্যেক্তার সমন্বয়ে ঘটাতে হবে। তৃনমূল পর্যায়ে কৃষির সকল কর্মকান্ড কৃষক তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান এ কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম বলেন, প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গা চাষিদের সম্পৃক্ত করে কৃষি উ’পাদন বৃদ্ধি ও বাজার সংযোগের মাধ্যমে কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তীতে সহায়তা করছে। কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম শক্তিশালীকরণ, কৃষি উrপাদন বৃদ্ধি, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নসহ নানা কার্যক্রম এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, প্রকল্পভুক্ত এলাকায় মহিলা কৃষকদের সম্পৃক্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ ড.আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও প্রকল্প কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। কারিগরী সেশনে খুলনা,যশোর ও বরিশাল অঞ্চলের কৃষি, মrস্য ও প্রাণি সম্পদ বিভাগের প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়। দিনব্যাপী এ কর্মশালায় খুলনা, যশোর ও বরিশাল অঞ্চলের প্রকল্পভুক্ত কৃষি, মrস্য ও প্রাণিসম্পদের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস