কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস (এসএসিপি) প্রজেক্ট এর আওতায় ৮মার্চ বিকাল ৪টায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামে প্রকল্পভুক্ত কৃষকসহ অন্যান্য প্রকল্পের কৃষক/কৃষাণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি মন্ত্রাণালয়ের সম্প্রাসরাণ অনুবিভাগ এর অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্যকালে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাািসনা সুযোগ্য নেতৃত্বে ও মাননীয় কৃষি মন্ত্রীর দিকনিদের্শনায় কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষিকে এগিয়ে নেয়ার জন্য ২২ রকম প্রণোদনা কর্মসূচী প্রদান করছেন। করোনা কালে এ দেশের কৃষক ও কৃষি বিদেরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে চলেছে। সবাই মিলে হাতে হাত রেখে কাজ করলে দেশের উন্নতি ও কৃষি আরো সমৃদ্ধ হবে।
তিনি আরো বলেন, সরকার কৃষিকে আধুনিকায়ন করতে কৃষি যান্ত্রীকিকরণের কর্মসূচী গ্রহণ করেছেন। সরকার ঘোষিত এসব কৃষি যন্ত্রপাতি ৭০ ভাগ পর্যন্ত ভ’র্তুকী মূল্যে প্রদান করা হচ্ছে। আমরা খোরপোষের কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষির যুগে প্রবেশ করেছি। নতুন কৃষি উদ্যেক্তা তৈরীর মাধ্যমে বাংলাদেশের কৃষি আধুনিক বিশ্বের অন্যান্য দেশের কৃষির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও এসএসিপি প্রজেক্টে ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট কৃষিবিদ মোঃ হামিদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ কুমার দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আইযুব আলী। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রাণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ এসএসিপি ও চলমান অন্যান্য প্রকল্পভুক্ত শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস