ফসল উৎপাদনে বীজ, সার ও পানি ব্যবস্থাপনা শীর্ষক এক মতবিনিময় সভা ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ১৯৭১ সালের পর আজ দেশে কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ ও সামাজিক বনায়নে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। সরকার কৃষির উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের দক্ষিণাঞ্চলে কৃষিতে অপার সম্ভবনা রয়েছে। দেশের কৃষি বিজ্ঞানীদের আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে আজ দেশের লবণাক্ত এলাকায় অফসিজনে সুস্বাদু তরমুজ, ড্রাগন, মাল্টা উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষি বিভাগ দানা ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া, লোগো পদ্ধতিতে ধানের চাষসহ বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণের ফলে দক্ষিণাঞ্চলে ফসলের সমারহ বহুগুণ বেড়েছে।
বিভাগীয় কমিশনার আরো বলেন, কৃষিকে কেন্দ্র করে আজ দেশ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। জাতিসংঘের এসডিজি অর্জনের জন্য আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, কৃষি বিপনন অধিদপ্তর খুলনার উপপরিচালক (উপসচিব)সিফাত মেহনাজ ও বিএডিসি’র যুগ্ম পরিচালক (বীজ) কৃষিবিদ মোঃ লিয়াকত আলী প্রমুখ। এ সময় আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম উপস্থিত ছিলেন।
রূপসা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান এর সঞ্চলনায় অনুষ্ঠানে খুলনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, প্রগতিশীল কৃষক, কৃষি উদ্যক্তা,সার ও বীজ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস