Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খুলনায় ‘লবণাক্ত এলাকায় তেল ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয়’ র্শীষক সেমিনার অনুষ্ঠিত
বিস্তারিত

                            কৃষি তথ্য সার্ভিস, খুলনার আয়োজনে ‘লবণাক্ত এলাকায় তেল ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক দিনব্যাপী এক সেমিনার আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৭ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস পরিচালক কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল এতে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

                             উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিগত ১২ বছরে দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন প্রায় দ্বীগুণ বেড়েছে। তারপরও দেশের প্রয়োজন মেটাতে প্রতি বছর প্রায় ২৪ লাখ টন ভোজ্য তেল বিদেশ থেকে আমদানী করতে হয়, যার বেশিরভাগ সয়াবিন ও পাম ওয়েল দিয়ে পুরণ করা হয়। সরকারের এ পরিমাণ ভোজ্য তেল আমদানী করতে ২৪ থেকে ২৭ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়। এ জন্য সরকার আগামী ৩ বছরের পরিকল্পনায় স্বল্প মেয়াদী সরিষার আবাদকে বেশী গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের উপকূলীয় এলাকায় প্রায় ১ কোটি নারকেল গাছ রোপনের মাধ্যমে তেলের চাহিদা পুরণের কর্মসূচী গ্রহণ করেছেন।

 

                             সভাপতির বক্তব্য পরিচালক কৃষি তথ্য সার্ভিস বলেন, দেশে প্রায় সাড়ে ৮ লাখ হেক্টর জমিতে তেল ফসলের চাষ হচ্ছে। সরকার আগামী ৩ বছরের মধ্যে চাহিদার ৪০ ভাগ ভোজ্য তেল স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন। উপকূলীয় অঞ্চলে ব্যাপক পতিত জমিতে সরিষাসহ অন্যান্য তেল ফসল উৎপাদনের মাধ্যমে এ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

 

                              অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক (গণ যোগাযোগ) কৃষিবিদ ড. শামীম আহমেদ। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম এর সঞ্চলনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান কৃষিবিদ ড. বাবুল আকতার। সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের উপপরিচালক, খুলনা জেলা বীজ প্রত্যয়ণ অফিসার, প্রকল্প পরিচালক সিসিএপি, উপজেলা কৃষি অফিসার, পিআইডি, ইলেকট্রনিক মিডিয়া ও প্রগতিশীল কৃষকসহ ৪০ জন অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি কথা পত্রিকায় গ্রাহক সংগ্রহে অবদান রাখায় কৃষি তথ্য সার্ভিস পরিচালক উপজেলা কৃষি অফিসার আশাশুনি, সাতক্ষীরা কৃষিবিদ মোঃ রাজিবুল হাসানকে এ্যাপ্রিসিয়েশন লেটার প্রদান করেন।

                                                              সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান, এআইসিও,কৃতসা,খুলনা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/11/2022
আর্কাইভ তারিখ
31/12/2022