কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিছু কুচক্রী মহলের কারনে তিনি সে স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। কোন কুচক্রী মহলের খপ্পরে না পড়লে ইনশাআল্লাহ ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা কাঙ্খিত লক্ষে পৌঁছাতে সক্ষম হবো। তিনি ১৩ মে দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত সচিব আরো বলেন, সারা বিশ্বে রাসয়নিক সারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেলেও উৎপাদন অব্যহত রাখতে কৃষক দরদী মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র সারেই ৩০ হাজার কোটি টাকার ভূতুর্কী প্রদান করেছেন। তিনি দানা জাতীয় খাদ্য শস্য এবং পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির মতো সরিষা, তিল, তিসি, বাদাম ও সূর্যমূখীর আবাদ বাড়িয়ে তেল ফসলে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও নড়াইল জেলায় নতুন জেগে ওঠা চরগুলিকে আবাদের আওতায় আনতে উপস্থিত কৃষিবিদ, কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষাণীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী। স্বাগত বক্তব্য রাখেন ডিএই নড়াইলের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ আঞ্চলিক বেতার কৃষি অফিসার, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ৩ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ শারমিনা শামিম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস