Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশে খাদ্যের কোন সংকট হবে না ---------------- কৃষি সচিব
বিস্তারিত

                                       বাংলাদেশের খাদ্য উৎপাদন সয়ংসম্পূর্ণতা অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে প্রতি ইঞ্চি জমির সদ্বব্যবহারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে খাদ্যের কোন সংকট হবে না বরং এদেশে উৎপাদিত খাদ্য আমরা বিদেশে রপ্তানী করতে পারব। কৃষি সচিব ২৬ নভেম্বর সকালে সাতক্ষীরা সরকারী কলেজে আবাদযোগ্য ২৭ বিঘা পতিত জমিতে সরিষা ও সূর্যমূখী আবাদের কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় কলেজ চত্ত্বরে একটি কাজু বাদাম চারা রোপন করেন।

 

                                       পরে কৃষি সচিব স্থানীয় মোজাফফর গার্টেন অডিটরিয়ামে স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি(পাইলট) প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারের কৃষি কর্মসূচীর সুফল দ্রুত কৃষিজীবিদের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় এ উদ্যেগ গ্রহণ করেছে। কৃষি সচিব আরো জানান, উৎপাদন অব্যহত রাখতে শুধুমাত্র সারেই সরকার এ বছর ৪৬ হাজার কোটি টাকার ভর্তুকী প্রদান করেছেন। তিনি কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সকলকে সচেতনভাবে কাজ করতে আহবান জানান।

 

                                        কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজির আলম কর্মশালায় সভাপতিত্ব করেন। এসময় ডিএই’র পরিকল্পনা ,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক কৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক পিএইচডি ,খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান সহ ডিএই, এআইএস, এসসিএ, বিএডিসি ও এসআরডিআইসহ কৃষি মন্ত্রণালয়ধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রগতিশীল কৃষক উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে প্রধান অতিথি কর্মকর্তাদের পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের  উদ্বোধন করেন। এর আগে কৃষি সচিব সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার পরিদর্শন করেন।

সংবাদদাতাঃ কৃষিবিদ শারমিনা শামিম,আরএফবিও, কৃতসা, খুলনা।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/12/2022
আর্কাইভ তারিখ
15/01/2023