কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় খুলনা কৃষি তথ্য সার্ভিস এর কনফারেন্স রুমে আজ দিনব্যাপী ‘কৃষি উন্নয়নে ইনোভেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পিপিবি অধিশাখার সম্মানিত যুগ্মসচিব মোঃ মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। কৃষি তথ্য সার্ভিস পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায় এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বলেন, দেশের চাহিদা পূরণের সাথে সাথে কৃষিকে রপ্তানিমূখী করা সরকারের লক্ষ্য। কৃষিতে যেমন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তেমনি নিত্য নতুন জাত উদ্ভাবন ও দূর্যোগ সহিষ্ণু ফসল চাষের মাধ্যমে কৃষিতে নতুন নতুন ইনোভেশন হচ্ছে। আবহাওয়ার সাথে পরিবেশগত অভিযোজনে ইনোভেশন বড় ভূমিকা রাখছে। কৃষি তথ্য সর্ভিসের মাধ্যমে কৃষকদের এসব উদ্ভাবনী তথ্য ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ তাপস কুমার পাল। সেমিনারে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সাতক্ষীরা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ হোসেন আনছারী ও সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশীদ।
দিনব্যাপী এ সেমিনারে ডিএই খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের উপপরিচালক মহোদয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পিআইডি,অগ্রগামী কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। কৃষি তথ্য সার্ভিস, খুলনা অঞ্চল এ সেমিনারের আয়োজন করে। এর আগে কৃষি তথ্য সার্ভিস পরিচালক ও প্রকল্প পরিচালক মহোদয় আঞ্চলিক কার্যালয় খুলনার কার্যক্রম, নবনির্মিত আঞ্চলিক কার্যালয় ও গাড়ির গ্যারেজ পরিদর্শন করেন।
সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস