কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক দরদী ছিলেন, গণ মানুষের সত্যিকারের বন্ধু ছিলেন। তিনি সবসময় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছেন। বাংলাদেশ হলো, গ্রামীন বাংলাদেশ। তিনি সবসময় বলেছেন, এ দেশের কৃষক সবসময়ই বঞ্চিত, তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে,রক্ত ঘাম করে সোনালী ফসলে রূপান্তর করে। তিনি ২৪ আগস্ট সকালে যশোরের পিটিআই অডিটরিয়ামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আয়োজিত বিদ্যমান শস্য বিন্যাসে তেল ফসলের অর্ন্তভূক্তি এবং ধানের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে সারের মুল্য বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষির প্রতি অত্যন্ত আন্তরিক। তাই সরকার কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শুধু সারেই ৮ হাজার কোটি টাকার ভূতুর্কি বেড়ে দাড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়। আমাদের প্রয়োজনের চেয়েও বেশী সার মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রী মাঠ পর্যায়ে কোন সার ডিলার নির্ধারিত মূল্যের বেশী দামে সার বিক্রি রোধে কৃষি বিভাগের কর্মকর্তাদের কঠোর মনিটরিং করার নির্দেশ দেন, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের আহবান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন, কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, ডিএই মহাপরিচালক কৃষিবিদ বেনজীর আলম, বিএডিসি’র চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, কৃষি বিপনন অধিদপ্তরের মাহাপরিচালক আঃগাফফার খান, বারি’র মহাপরিচালক দেবাশীষ সরকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোর্য়াদ্দার প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্রি’র মহাপরিচালক ড.মোঃ শাহজাহান কবীর। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায়সহ যশোর ও ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। এতে কৃষি তথ্য সার্ভিস নির্মিত তেল ফসলের উপর ডকুমেন্টরী প্রদর্শিত হয়।
পরে বিকেলে কৃষি মন্ত্রী স্থানীয় হোটেল জাবির ইন্টারন্যশনালে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা(এফএও) আয়োজিত কৃষি সেক্টর রূপান্তরে বিনিয়োগ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সংবাদদাতাঃ কৃষিবিদ শারমিনা শামিম, আরএফবিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস