Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় সফলতম নারী --অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়
বিস্তারিত

কৃষি মন্ত্রণালয়ের স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রোজেক্টের আওতায় ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষিতে নারীর অবদানঃ চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়’ শীর্ষক এক কর্মশালা ৮মার্চ সকাল ১০টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মোঃ হাসানুজ্জামান কল্লোল প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় নারীরা এগিয়ে যাচ্ছে। এ দেশে মাননীয় প্রধানমন্ত্রী নারী, তিনি শুধু নারী না বিশ্বের দ্বীতিয় সফলতম নারী। করোনা মোকাবেলায় বিশ্বের ৩ জন সেরাদের মধ্যে একজন সফল রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী। কৃষিতে নারীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, মা যেমন আমাদেরকে পৃথিবীতে এনেছেন তেমনিভাবে একজন নারী ফসলের বীজ রোপনের মাধ্যমে কৃষি কাজের সূচনা করেছিলেন। কৃষি বান্ধব সরকারের নীতি হলো এ সেক্টরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা । যেখানে আগে কৃষিতে ৬০ ভাগ নারীর অংশগ্রহণ ছিল এখন তা বেড়ে ৭০ ভাগে এসে দাড়িয়েছে। দক্ষিণাঞ্চলের কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় নারীরা যাতে আরো বেশী পরিমাণে সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখতে কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান।  ফকিরহাট উপজেলা পরিষদ চেয়াম্যান স্বপন দাশ কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট উপপরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তহুরা খানম। গেস্ট অব অনার ও সাবেক ডিএই মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আইয়ুব আলী।  ফকিরহাট উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তাসহ নানান শ্রেণী পেশার দুইশত জন নারী অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ নিরাপদ ফসল উৎপাদনে নারীর অবদান, বাণিজ্যিক কৃষিতে নারী ,পারিবারিক ডাক্তার নারীসহ ১২টি স্টলে নারীদের বিভিন্ন কর্মসূচী প্রত্যক্ষ করেন। পরে অতিরিক্ত সচিব জেলার কচুয়া উপজেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/03/2021
আর্কাইভ তারিখ
31/05/2021