Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারের গৃহীত কর্মসূচীর মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ----সিনিয়র সচিব,কৃষি মন্ত্রণালয়
বিস্তারিত

                              কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন,  জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা লাভের পর প্রথম বাজেটেই কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। কৃষির উন্নয়নের জন্য তিনি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিলেন। পাশাপাশি তিনি কৃষি উন্নয়নের জন্য সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষির উন্নয়নের জন্য সর্বধিক প্রচেষ্টা গ্রহণ করেছেন ফলে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই দানাদান খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ জনপ্রিয় করতে সরকার প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৭০ ভাগ ভূর্তুকী প্রদান করছেন। এ সকল প্রণোদনা, ভুর্তুকী ও অন্যান্য কার্যক্রমের ফলে কৃষকের যেমন কম মূল্যে ফসল উৎপাদন করতে পারছে তেমনিভাবে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে এবং কৃষির উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তিনি ১৩ নভেম্বর সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদর আয়োজিত ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় স্থানীয় উপশহর বাগবাড়ি রঘুনাথপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে সিআইজি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

                             কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময়ে তিনি বলেন, দেশের ৮৭ ভাগ কৃষকই হলো ক্ষুদ ও প্রান্তিক এবং এসব কৃষকদের লক্ষ্য করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পটি শুধু কৃষি নয় মৎস্য ও প্রাণি সম্পদের সমন্বয়ে কৃষক/কৃষাণীদের সমিতিভুক্ত করে তাদের আয় বাড়ানো, উন্নত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সীমিত জমি থেকে অধিক ফলন ফলানো এবং সেইসাথে আর্থসামাজিক অবস্থার উন্নয়ণের লক্ষ্যে যে কৌশলগুলি রয়েছে তা প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমৃদ্ধ করা হচ্ছে।  

                             অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও নড়াইল জেলার কৃষি কার্যক্রম উপস্থাপন করেন উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনএটিপি ফেজ-২  পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী , ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর, জেলা প্রশাসক নড়াইল মোঃ হাবিবুর রহমান ও বিশিষ্ট সমাজ সেবক গোলাম মুর্ত্তুজা স্বপন। কৃষক সমাবেশে কৃষি বিভাগের কর্মকর্তাসহ তিন শতাধিক কৃষক/কৃষানী উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/11/2021
আর্কাইভ তারিখ
30/12/2021