নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে ১ ফেব্রুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিত হলো তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা একক প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা। বারি সরিষা ১৪ জাতের উৎপাদন প্রযুক্তির উপর অনুষ্ঠিত এ মাঠদিবসে উপস্থিত ছিল শতাধীক কৃষক। অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলার উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, উচ্চ ফলনশীল জাতের তেল ফসলের আবাদ বৃদ্ধিতে আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে যেমন দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রুপান্তর করা সম্ভব, সেইসাথে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে আমদানী নির্ভরতা কমিয়ে দেশের অর্থ সাশ্রয় করা সম্ভব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কালিয়া উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অঞ্চল এর মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার ওয়লিউল ইসলাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস