কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। আমাদেরকে খোরপোষের কৃষি থেকে বেরিয়ে এসে বণিজ্যিক কৃষিতে এগিয়ে যেতে হবে। দেশের কৃষি এখন উত্তর থেকে দক্ষিণে চলে এসেছে। দক্ষিণে কৃষি এখন ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে। বিভিন্ন লবণ সহিষ্ণু কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের কৃষিকে এগিয়ে নেয়ার কোনা বিকল্প নেই। তিনি আজ দুপুর ১২ টায় খুলনার বটিয়াঘাটার বয়ার ভাঙ্গা বিশ্বম্বর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে তিন দিন ব্যাপী ব্লু গোল্ড-ডিএই কৃষি প্রযুক্তি মেলা/২০১৯ উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে উন্নয়নের অভিযাত্রায় নেদারল্যান্ড সরকার একজন গর্বিত অংশিদার। আমাদের কৃষক বড় বিজ্ঞানী। ব্লু গোল্ড এর পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করা সহজ হবে। কৃষকগন মেলায় প্রদর্শিত কৃষি প্রযুক্তি শেখার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে হলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতি বছর কোটি টাকার তেতুল আমদানি করতে হয়। এ কারণে অপ্রধান ফসল তেতুলের সম্প্রসারণ ঘটাতে আমাদের এগিয়ে আসতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তিনি উপস্থিত কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পোনেন্ট) আয়োজিত ৩ দিন ব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার সভাপতিত্ত্ব করেন ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচারাল প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পোনেন্ট)এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবীর। এ সময় তিনি বলেন, দেশের দক্ষিন অঞ্চলে সুষ্ঠ পানি ব্যবস্থাপনার অভাব কৃষি উৎপাদনকে ব্যহত করছে। সে কারণে পোল্ডার পর্যায়ে নেদারল্যান্ডস ও বাংলাদেশ যৌথ অংশিদারিত্বে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার ১১ উপজেলার নির্বাচিত ২২টি পোল্ডারে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্প এলাকায় শস্য নিবিড়তা বৃদ্ধি পেয়েছে। প্রোগ্রামটির মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্বন্বিতভাবে কাজের ফলে ভবিষ্যতে আশাপ্রদ ফল দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস ঢাকার ফাস্ট সেক্রেটারী মি. পিটার ডি ব্রিস, বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, স্থানীয় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হাদি-উজ-জামাল হাদি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির দেব প্রসাদ মন্ডল ও শুসেন কুমার মন্ডল। ধন্যবাদ জ্ঞাপন করেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রবিউল ইসলাম। এর আগে সকালে প্রধান অতিথি দৌলতপুস্থ হটিকালচার সেন্টার পরিদর্শন করেন ও কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর প্রকল্প- ফেজ ২ এর আর্থিক সহায়তায় নির্মিতব্য উপজেলা কৃষি দপ্তর ও প্রশিক্ষন কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং পরে খুলনা অঞ্চলের ডিএই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এবারের কৃষি প্রযুক্তি মেলায় কৃষি সম্প্রারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন এনজিও‘র সমন্বয়ে ২৮টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। ৩ দিন ব্যপী এ মেলা প্রতিদিন সকাল ৭টা হতে রাত ৭টা পর্যন্ত সকলের জন্য উণ্মুক্ত থাকবে বলে মেলা কর্তৃপক্ষ জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস