কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান বলেছেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে রিপোর্ট রির্টানসহ সবক্ষেত্রে কাজে লাগবে। প্রশিক্ষণে যারা ভাল কম্পিউটার জানেন না তাদের দক্ষতা উন্নয়নে কাজে আসবে। তিনি ১৮ মার্চ সকাল ১০টায় খুলনাস্থ কৃষি তথ্য সার্ভিস এর কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ৪দিন ব্যাপী আইসিটি (ICT) বিষয়ক ষ্টাফ ও এসএএও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,খুলনা এ প্রশিক্ষণের আয়োজন করে। ডিএই খুলনার ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপপরিচালক বলেন, বঙ্গবন্ধু কণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। এসডিজি বাস্তবায়নে আইসিটি’র কোন বিকল্প নেই। সরকার সব পর্যায়ের কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন। এ প্রশিক্ষণ তারই একটি অংশ। প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে কাজের আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মনোয়ারুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন। ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণে খুলনা জেলার দাকোপ,পাইকগাছা,ডুমুরিয়া,বটিয়াঘাটা ও উপপরিচালক কার্যালয়ের ১০ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং ১০ জন বিভিন্ন পর্যায়ের স্টাফ অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস