কৃষি মন্ত্রণালয়ের ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহন কর্মশালা এবং খুলনা জেলার ডিএই কর্মকর্তা ও প্রকল্পের মাঠ কার্যক্রম সম্পর্কে কৃষকদের সাথে মতবিনিময় সভা ১৮ জুন ২০২২ সকাল ১০ টায় খুলনা কৃষি তথ্য সার্ভিস এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রৌফ প্রধান অতিথির বক্তব্যকালে এ সভায় বলেন, কৃষি বান্ধব সরকারের লক্ষ্য হলো প্রযুক্তি নির্ভর কৃষি, কৃষিকে আধুনিকায়ন ও বানিজ্যিকীকরণ করা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আমাদের এ লক্ষে পৌঁছাতে হবে। দেশের দক্ষিণাঞ্চল কৃষিতে অপার সম্ভানাময় উল্লেখ করে তিনি বলেন, কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত লবণাক্ততা সহনশীল প্রযুক্তি সমূহ ক্লাইমেট-স্মার্ট প্রকল্পের মাধ্যমে কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহারে এগিয়ে আসতে উপস্থিত কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষাণীদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা -২ অধিশাখার উপসচিব জনাব সুজয় চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার জেলা ও উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষক/কৃষাণীসহ মোট ৫০ জন অংশ গ্রহণ করেন।
এর আগে সম্মানিত অতিরিক্ত সচিব কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। এ সময় আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিরিক্ত সচিব ও অন্যান্য অতিথিবৃন্দ বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলায় প্রকল্পের মাঠ কার্যক্রম পরিদর্শন করেন।
সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান, এআইসিও,কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস