Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশের জন্য আন্তরিকতা নিয়ে কাজ করে কৃষি উrপাদন বাড়াতে হবে
বিস্তারিত

                          কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম বলেছেন, দেশের জন্য আন্তরিকতা নিয়ে কাজ করে কৃষি উrপাদন বাড়াতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় ভিত্তিতে কৃষক পর্যায়ে চাহিদার ভিত্তিতে পরিকল্পনা করে প্রদশর্নী বাস্তবায়ন করলে দেশের কৃষি উrপাদন দ্রুত গতিতে বাড়বে। এ ক্ষেত্রে সর্তকতার সাথে কৃষক নির্বাচন করতে হবে। প্রদশর্নী শুধু স্থাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত মনিটরিং এবং সকল তথ্যাদি সংরক্ষণের মাধ্যমে ফলাফল পর্যালোচনা করে পরবর্তীতে পরিকল্পনা করতে হবে। তিনি গত ১৮ এপ্রিল বিকালে খুলনার গল্লামারীস্থ মrস্য বীজ উrপাদন খামার সভাকক্ষে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পরিকল্পনা ও পর্যালোচনা র্শীষক আঞ্চলিক কর্মশালা-২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। মহাপরিচালক আরো বলেন, সমন্বিত কৃষি বলতে আমরা ছাদ কৃষি থেকে শুরু করে মাটিতে আবাদকৃত সব ধরনের কৃষিকে বুঝাই। আমাদের চলমান কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর করতে হলে কৃষকদের সাথে আলোচনার ভিত্তিতে এলাকায় কোন ফসলের কি জাতের আবাদ করলে তা লাভবান হবে তা পরিকল্পনা করে কাজ করলে কৃষকসহ দেশ উপকৃত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান এ কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ ড. মোt আবদুল মুঈদ। এ সময় তিনি বলেন,  এসডিজি বাস্তবায়ন করতে কৃষি উrপাদন বাড়াবার কোন বিকল্প নেই। শস্যের নিবিড়তা বাড়াতে এক ফসলী জমিকে দু‘ফসলে ও দুই ফসলের জমিকে তিন ফসলে রূপান্তরিত করতে হবে। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে ফলন বাড়িয়ে কৃষিকে আরো  উঁচুতে নিয়ে যেতে হবে। কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ ভবিষ্যr পরিকল্পনার বিষয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ডিএই অংগের প্রকল্প পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোt তৌহিদীন ভূইয়া। কর্মশালায়  ডিএই খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালকবৃন্দসহ গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা  ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ এসআরডিআই, এসসিএ, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, হর্টিকালচাল সেন্টার ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১১০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/04/2019
আর্কাইভ তারিখ
31/07/2019