Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাতক্ষীরা বিনায় প্রযুক্তি সম্প্রসারণ ও ভবিষ্যৎ করণীয় র্শীষক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত

বাংলাদেশ পরামাণু কৃষি গবেশণা ইনস্টিটিউট (বিনা)‘র উদ্যোগে সাতক্ষীরার বিনেরপোতায় বিনা উপকেন্দ্র ট্রেনিং কমপ্লেক্সে ‘সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিনা উদ্ভাবিত প্রযুক্তি সমূহের সম্প্রসারণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ১৮ জানুয়ারী সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বিনা মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা। এ সময় তিনি বলেন, কর্মশালার উদ্দেশ্য হলো গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি কৃষক গ্রহণ করছে, বিশেষকরে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি আমরা কিভাবে আরও দ্রুত কৃষকের মাঝে নিতে পারি সে বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। স্ট্রেস প্রবণ এ অঞ্চলে  ক্লাইমেট চেঞ্জ এর যে ঝুঁকি রয়েছে তা গবেষণার মাধ্যমে বাস্তবায়ন করতে পারলে এ অঞ্চলের কৃষিকে আরো টেকসই করা যাবে। নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ করতে কৃষি মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে উদ্যেগ গ্রহন করা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সচিব এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের দক্ষ কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ পুরষ্কৃত করার ঘোষণা দেন। প্রধান অতিথি আরো বলেন, কৃষিকে লাভজনক করতে হলে কৃষি যান্ত্রিকীকরণ অবশ্যই করতে হবে। এখন আর গতানুগতিক কৃষি কাজ করা যাবে না, সঠিক পরিকল্পনা নিয়ে কৃষির সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকাজকে লাভজনকভাবে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান ও প্রকল্প পরিচালক, ড. মোঃ শহীদুল ইসলাম সিসিটিএফ,বিনা,ময়মনসিংহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সহযোগিতায় ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ)’র অর্থায়নে কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলা-আরাফাত তপু। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খুলনার উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার, ডিএই বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ রঘুনাথ কর, ডিএই সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, বটিয়াঘাটা ইউএও কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, কয়রা ইউএও কৃষিবিদ মোঃমিজানুর রহমান, সাতক্ষীরার তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন ও বাগেরহাটের রামপাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণারানী মন্ডল এবং সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রগতিশীল কৃষক মোঃ আশরাফ আলী ও সদর উপজেলার কৃষক মোঃ নুরুল আমিন। দিনব্যাপী এ কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা  জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ এআইএস খুলনা, ব্রি, বারি, এসআরডিআই, বীজ প্রত্যয়ন এজেন্সি  ও বিএডিসি’র ১৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/01/2020
আর্কাইভ তারিখ
31/03/2020