কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড.মোঃ আব্দুল মুঈদ বলেছেন, এসডিজি বাস্তবায়নে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কৃষি কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে। তিনি এসডিজি অর্জনের জন্য জিরো হাঙ্গারের প্রতি গুরুত্বারোপ করেন। সুযোগ্য মহাপরিচালকের কথা প্রসংঙ্গে তিনি বলেন,আমি সুযোগ্য হব যখন আমার প্রত্যেক কৃষি কর্মকর্তা কৃষি উন্নয়নে সুযোগ্য হবে। মহাপরিচালক আরো বলেন, প্রকল্প শেষে প্রকল্পের প্রযুক্তি চাষীরা অনুসরন করছে কিনা তা মনিটরিং করতে হবে। প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক প্রযুক্তি ব্যবহার এবং প্রত্যেক সোমবার যশোর অঞ্চলের প্রতি ব্লকে আলোক ফাঁদ ব্যবহারের দিন ধার্য্য করেন। সরিষা,সূর্যমুখি ও ভুট্টার চাষ বাড়ানোর জন্য উপস্থিত কৃষি কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। তিনি গন ০১ অক্টোবর সকাল ১০.০০ টায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালায় খয়েরতলাস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহাপরিচালক প্রত্যেক উপজেলায় দুইটি গ্রামকে নিরাপদ সবজি উrপাদন গ্রাম করার উল্লেখ করে বলেন যেখানে ফেরোমন ফাঁদ,ইয়োলো ট্রাপ,জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হবে পাশাপাশি একটি গ্রামকে ফলের গ্রাম করা হবে।
অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল যশোর কৃষিবিদ মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিধি ছিলেন পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু।বিশেষ অতিথির বক্তৃতায় পরিচালক বলেন,কৃষি মন্ত্রী মহোদয় কৃষিবিদ হওয়ায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে কেননা মন্ত্রী মহোদয় ব্যর্থ হলে সমগ্র কৃষিবিদরা ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই আমাদের কৃষি ও কৃষকের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিচালক আরো বলেন,সরকারের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উrপাদনের সাথে সামঞ্জস্য রেখে ফসল উrপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তিনি প্রকল্পের সাথে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিআই ঝিনাইদহের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন ,মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আরএআরএস যশোর ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও যুগ্ম পরিচালক বিএডিসি (সার) প্রকাশ কান্তি মন্ডল । স্বাগত ও প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প কৃষিবিদ মোঃ রুহুল কবির।
কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠান শেষে কারিগরি সেশন পরিচালনা করেন পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ চন্ডীদাস কুন্ডু। এতে ৬ টি জেলার প্রকল্পের কর্মকান্ড তুলে ধরা হয়। এ সময় মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার উপপরিচালকগণ প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস