কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি বিষয়ক প্রশিক্ষণ খুলনাস্থ কৃষি তথ্য সার্ভিস এর কম্পিউটার ল্যাবে আজ সকাল ১০টায় শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ ও সাতক্ষীরা জেলা বীজ প্রত্যয়ণ অফিসার কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাস। কৃষি তথ্য সার্ভিস খুলনা আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের সুফল আজ ঘরে ঘরে পৌছে গেছে। কৃষি তথ্য সার্ভিসের এআইসিসি কার্যক্রম তারই একটি অংশ। কৃষি তথ্য সেবা আজ ডিজিটাল হয়েছে। মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপস ব্যবহার করে সাধারণ কৃষকসহ সর্বস্তরের জনগণ তাদের চাহিদা অনুসারে তথ্য পেয়ে আজ উপকৃত হচ্ছেন। তিনি বলেন, এআইসিসিতে শুধু কৃষি কার্যক্রমই নয় বরং আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি, চাকুরীর আবেদন, পরীক্ষার রেজিষ্ট্রেশন ও ফলাফল সংগ্রহে ছাত্র/ছাত্রীসহ সর্বস্তরের জনগণ উপকার পাচ্ছেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান আরো কাজে লাগিয়ে ডিজিটাল কার্যক্রমকে আরো গতিশীল করতে উপস্থিত প্রশিক্ষাণার্থীদের প্রতি প্রধান অতিথি আহবান জানান। স্বাগত বক্তব্যে আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম ও এআইসিসি’র পরিচালনার দিক নির্দেশনা তুলে ধরেন। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিস খুলনা অঞ্চলের আওতাধীন ১৫টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ৩০ জন কম্পিউটার অপারেটরসহ সভাপতি/সম্পাদক অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস