Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খুলনায় কৃতসার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত

কৃষি তথ্য সার্ভিসের কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ২৩ ডিসেম্বর খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামারের কনফারেন্স রুমে ‘টেকসই কৃষি উন্নয়নে গণ মাধ্যম’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, কৃষি উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন যেমন দরকার, একইভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলো সহজ ও সঠিকভাবে কৃষকের কাছে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, প্রকল্পের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিসের চলমান কার্যক্রম আধুনিকায়নসহ কৃষি কর্মকর্তা ও কৃষকদের তথ্য প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মশালার ১ম সেশনে সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতীম সাহা বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কৃষিকে টেকসই করতে হলে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষি তথ্য সঠিকভাবে কৃষকের নিকট পৌঁছে দিতে না পারলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে এবং সেইসাথে দেশের কৃষি উৎপাদন বাধাগ্রস্থ হবে।  কৃষি তথ্য বিস্তারে  বেতার, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের যথেষ্ট ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি আবহাওয়াসহ  বিভিন্ন প্রযুক্তি ও পুষ্টির তথ্যাদি গ্রামীন পর্যায়ে কৃষক জেনে উপকৃত হচ্ছেন এবং সেইসাথে সঠিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চলনায় কর্মশালায় ২য় ও সমাপনী সেশনে বক্তব্য প্রদানকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান বলেন, এক সময় কৃষি বিভাগের প্রযুক্তি সম্প্রসারণের একমাত্র মাধ্যম ছিল মাঠ দিবস। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে কৃষি কল সেন্টার, কৃষির বিভিন্ন এ্যাপস, বেতার, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সর্বশেষ কৃষি প্রযুক্তি ও কৃষকের সফলতা দেখে বিভিন্ন পর্যায়ের কৃষকগণ উদ্বুদ্ধ ও উপকৃত হচ্ছেন। কৃষি এখন ভদ্রলোকের পেশা উল্লেখ করে তিনি বলেন, উল্লেখযোগ্য শিক্ষিত জণগোষ্ঠি কৃষিতে অংশগ্রহণের ফলে আজ কৃষি বাণিজ্যিক রূপ নিয়েছে। অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। গণমাধ্যমের ভূমিকা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনর রশিদ। এ সময় প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ তাপস কুমার ঘোষ উপস্থিত ছিলেন। কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন, ডিএই রাজবাড়ীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন, যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, ঝিকরগাছার গদখালী ফুল চাষি সমিতির সভাপতি মোঃ আঃ রহিম ও বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর প্রদীপ কুমার মন্ডল। দিনব্যাপী এ কর্মশালার ডিএই খুলনা,যশোর ও ফরিদপুর অঞ্চলের ১২ জেলার উপপরিচালক, এডিডি, উপজেলা কৃষি অফিসার, কৃষি গবেষণা বিজ্ঞানী, এনজিও প্রতিনিধি ও অগ্রগামী কৃষক অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/12/2019
আর্কাইভ তারিখ
29/02/2020