সরকারের কৃষি বিভাগের সহযোগীতায় চলতি রবি মৌসুমে যশোর অঞ্চল থেকে ১ হাজার ৫শত মে.টন বাঁধাকপি রপ্তানির লক্ষমাত্রা নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন। এ সবজি মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে রপ্তানী হবে বলে জানান উদ্যোক্তরা। জেলার কৃষি বিভাগের সূত্র মতে যশোরের উৎপাদিত সবজি দেশের মোট চাহিদার ৬৫ ভাগ যোগান দিয়ে থাকে। এ বছর প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে।
সবজির ভরা মৌসুমে সঠিক সংরক্ষণ ও বাজারজাত করণের অভাবে কৃষকের কষ্টার্জিত ফসল ক্ষেতেই নষ্ট হতো । এসব দিক বিবেচনা করে কৃষককে সবজি চাষে লাভবান করতে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে সলিডারিডাড নেটওয়ার্ক ও জাগরণী চক্রের সফল প্রকল্পের অধীনে সরকারের কৃষি বিভাগের সহায়তায় বিদেশে সবজি রপ্তাণীর উদ্যোগ নেয়। এ বিষয়ে উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস জানান, সবজি উৎপাদনের জন্য যশোর একটি উপযুক্ত এলাকা। প্রতিবছরই উৎপাদিত সবজি স্থানীয়ভাবে বাজারজাত ও পরিবহনের সমস্যার কারণে কৃষক দাম পায় না। এসব বিষয় বিবেচনা করে বেসরকারি প্রতিষ্ঠান সলিডারিডাড নেটওয়ার্ক ও জাগরণী চক্র সফল প্রকল্প সরকারের কৃষি বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে সবজি রপ্তাণীর উদ্যোগ নিয়েছে, ফলে কৃষক হতাশা কাটিয়ে উৎপাদনে আগ্রহী হচ্ছে ও ন্যায্য মূল্য পাচ্ছে।
সলিডারিডাড নেটওয়ার্কের ফ্রুটস এন্ড ভেজিটেবল সেক্টরের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার বলেন, এ বছর রবি মৌসুমে ১ হাজার ৫ শত মে.টন বাঁধাকপি থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে। এ পর্যন্ত ২ শত মে.টন রপ্তানি হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদনে পরামর্শ প্রদান করছেন। সারাবছর দেশ থেকে প্রায় ২ হাজার মে.টন সবজি বিদেশে রপ্তানি হয়ে থাকে। শীতকালীন সবজি ছাড়াও গ্রীষ্মকালীন সবজির মধ্যে লাউ, পেঁপে, ডাঁটা, পটল, মিষ্টিকুমড়া ইউরোপিয়ান দেশ ইতালি, ফ্রান্স, জার্মানীসহ মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়ে থাকে। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গত বছর শুধুমাত্র সদর উপজেলা থেকে ৬৮১ মে. টন বিভিন্ন সবজি বিদেশে রপ্তানি হয়েছিল, এ বছর আরো বেশী পরিমানে রপ্তানি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্যোক্তার জানান, নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধি ও বাজারজাত করণের উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে থেকে বিদেশে রপ্তানি শুরু হয়। গত বছর করোনাকালীন সময়ে বাঁধাকপি ও অন্যান্য সবজি মিলিয়ে প্রায় ১ হাজার ৩০ মে. টন রপ্তানি সম্ভব হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস