কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম, ফেজ ২ প্রকল্পের যশোর ও খুলনা অঞ্চলের রিজিওনাল প্রোগ্রেস রিভিউ ওয়ার্কশপ ২০২১-২২, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে ০৬ জানুয়ারী সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রকল্পের সম্মানিত পরিচালক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী। এ সময়ে তিনি বলেন, এনএটিপি প্রকল্প ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে চলেছে। বিশ্বব্যাপী এ কারোনাকালীন সংকটে দেশের কৃষিবিদগণের কাজের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার ফলে খাদ্য ঘাটতি হয়নি। তিনি সিআইজিভুক্ত কৃষকেরা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে যাতে আরো বেশী অবদান রাখতে পারে সেজন্য উপস্থিত কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখার খাদ্য চাহিদা পূরণে আধুনিক জাত ও প্রযুক্তি প্রয়োগের কোন বিকল্প নেই। এ প্রকল্পটি ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে ভূমিকাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রাখছে। তিনি ফিয়াক সেন্টার গুলিকে আরো গতিশীল করতে উপস্থিত কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সরেজমিন উইং এর মনিটরিং ও বাস্তবায়ন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খয়েরতলা মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কাওছার উদ্দিন আহমেদ, ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান ও ডিএই মেহেরপুরের উপপরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ও যশোর অঞ্চলের সকল উপপরিচালক মহোদয়সহ প্রকল্পভুক্ত উপজেলার উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার, মৎস্য অধিদপ্তর ও প্রাণি সম্পদ দপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি, এসআরডিআই ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস