কৃষি তথ্য সার্ভিস এর কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ডিএই অফিসারদের কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ সকাল ১০ টায় আঞ্চলিক কার্যালয় খুলনার কম্পিউটার ল্যাবে শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশে আজ সর্বস্তরের জনগণ তাৎক্ষনিকভাবে তথ্য পেয়ে উপকৃত হচ্ছেন। বাংলার কৃষকও তথ্য প্রযুক্তির বাহিরে নয়। কৃষি তথ্য সার্ভিস স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে সাধারণ কৃষকগণ তাদের ফসল বিষয়ক সমস্যাদি সফলভাবে সমাধান করতে সক্ষম হচ্ছেন। তথ্য প্রযুক্তির এ ডিজিটাল যুগে কৃষক ও কৃষি কর্মীগণ কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপস ব্যবহার করে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যাদি জেনে তাদের প্রয়োজন মেটাচ্ছেন। তিনি এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ডিএই‘র অফিসারগণ আরো সমৃদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার বলেন, তথ্যই শক্তি। কৃষি কল সেন্টার, এআইসিসি, ফিয়াক এর মাধ্যমে কৃষি বিষয়ক তথ্যাদি পেয়ে সাধারণ কৃষকগণ ও সর্বস্তরের জনগণ উপকার পাচ্ছেন। সরকার ঘোষিত কৃষি এখন বাণিজ্যিকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে কৃষি সচিব মহোদয়ের প্রস্তাবিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি ( CIP) এর সাথে সমঞ্জ্যস্য রেখে (AIP) কৃষি গুরুত্বপূর্ণ ব্যাক্তি ঘোষনা করার প্রস্তাবনাকে স্বাগত জানান। ডিজিটাল কৃষিকে রূপান্তরের ক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিস এর চলমান আধুনিকায়নের ধারাকে তিনি স্বাগত জানান। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার ২৫ জন উপজেলা পর্যায়ের অফিসারগণ অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস