কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগড়া নড়াইল কর্তৃক আয়োজিত কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ০২ ফেব্রুয়ারী ২০২২ উপজেলাধীন পার ছাতনা গ্রামে বারি সরিষা ১৭ ও বারি মসুর ৮ এর উপর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুক হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমরা সকলের পুষ্টি নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, সয়াবিন তেলের আমদানি কমানো, বিভিন্ন রোগ থেকে মুক্তি ও আমিষের চাহিদা পূরণ করতে সবাইকে দেশি সরিষার তেল ও মসুর ডাল খেতে হবে। এর জন্য বারি সরিষা ১৭ ও বারি মসুর ৮ সঠিক উপায়ে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ করে বিতরণ করতে হবে। পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সরিষা ও মসুর এর আবাদ বাড়াতে উপস্থিত সকলের প্রতি তিনি আহবান জানান। উপজেলা কৃষি অফিসার লোহাগড়া কৃষিবিদ মোঃ রইচ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল-মামুন। অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা আক্তার এর সঞ্চলনায় এআইএস প্রতিনিধি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রিন্টমিডিয়াসহ শতাধিক কৃষক/কৃষাণী এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি নড়াইল সদর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় প্রডিউসার অর্গানাইজেশন কৃষক-কৃষাণী প্রশিক্ষণ, লোহাগড়া উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহন এবং চাষীদের মাঝে সবজির বীজ ও ফলের চারা বিতরণ করেন। বারি সরিষা ১৭ বারি সরিষা ১৮, সরিষা ফুলের মধু উৎপাদন, বারি মসুর ৮ সহ লোহাগড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস