Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ফসল উৎপাদনের মাঠ দিবস অনুষ্ঠিত
বিস্তারিত

                                                           সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ফসল উৎপাদনের মাঠ দিবস অনুষ্ঠিত

                                                                সংবাদদাতা: মোঃ আবদুর রহমান,এআইসিও, কৃতসা,খুলনা।


               কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ৩ এপ্রিল সকালে আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

               কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবেশের ক্ষতি না করে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রকল্প গ্রহণ করেছে। এ কৃষক মাঠ স্কুলের উদ্দেশ্য হলো প্রশিক্ষিত কৃষকদের দ্বারা কৃষকদেরকে নিরাপদ ফসল উৎপাদনের বিভিন্ন ধাপে কি কি করনীয় তা ১৪ সপ্তাহব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা। মাঠ দিবসে প্রদর্শিত বিভিন্ন আধুনিক প্রযুক্তিসমূহ কৃষকেরা গ্রহণ করলে নিরাপদ ফসল উৎপাদনে সরকারের গৃহীত কর্মসূচীর সফলতা লাভ করবে। 

               কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাঠ দিবসের বিভিন্ন কারিগরী দিকসমূহ তুলে ধরেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জিয়াউল হক। কৃষক মাঠ স্কুলের অংশগ্রহণকারীসহ এলাকার শতাধীক কৃষক/কৃষাণী এ মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/04/2024
আর্কাইভ তারিখ
31/12/2024