সরকার কৃষাণীদের দক্ষ করে তুলতে নানা কর্মসূচী গ্রহণ করেছে
-------------কৃষি সচিব
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, দেশের ১৭ কোটি মানুষ প্রত্যেকে তাদের প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন করলে বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি ইঞ্চি জমির সদ্ব্যব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। কৃষি সচিব ১২ জুলাই দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি হাই স্কুলে পার্টনারশীপ ইন ব্রাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের এক কৃষক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কৃষি সচিব আরও বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, এ জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয় শুধু কৃষকদের নয় কৃষাণীদেরও দক্ষ করে তুলতে নানা কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের দেয়া সকল প্রকার সুবিধাদি সঠিকভাবে কৃষকেরা যাতে পায় সে বিষয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিএই খুলনা অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, ব্রাক ব্যাংক- ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ ও ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার সুগন্ধি. গোয়ালপাড়া, ফরমায়েশখানা, সেনহাটি ও চন্দনিমহল গ্রামের ১২০ জন কৃষক / কৃষাণী অংশগ্রহণ করেন। পরে কৃষি সচিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক /কৃষণীদের মাঝে নারিকেল, আম,লেবু, পেঁপে ও মরিচ চারা বিতরণ করেন।
সংবাদদাতা: মো: আবদুর রহমান, এআইসিও, কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস