Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা
বিস্তারিত

মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা


             বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচির আওতায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা ও কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক জীবনে শিল্পজাত খাদ্য একটি স্বাভাবিক ব্যাপার। এ খাদ্যকে স্বাভাবিক এবং ভেজাল ও অন্যান্য দূষণ থেকে নিরাপদ অবস্থায় বিতরণ এখন একটি বৈশ্বিক সমস্যা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ছাড়াও নানা কারণে খাদ্য দূষিত হতে পারে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহণ, খাদ্যগ্রহণ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে শিল্পায়িত খাদ্য ভক্ষণের অনুপযোগী হয়ে যেতে পারে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার পর্যন্ত খাদ্যের গুণগত মান নিশ্চিত রাখা সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত সকলের দায়িত্ব উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সভায় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, স্যানিটারি ইন্সপেক্টর ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।


সংবাদ সংগ্রহে :   মো: আসাদুজ্জামান

                                এআইসিও

                আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস, খুলনা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/07/2024
আর্কাইভ তারিখ
31/08/2024