বাগেরহাট সদর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ১৬ নভেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রীড ধানের আবাদ বৃদ্ধির জন্য ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত। এ সময় উপজেলা নির্বাচন অফিসার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ মোঃ আসাদুজ্জামান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস