সরকার কৃষি উপকরণে কৃষকদের বড় অংকের টাকা ভর্তুকি দেন প্রতিবছর।
অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল, খুলনা
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
পার্টনার প্রকল্পের আওতায় কৃষির যে সকল প্রযুক্তি নিয়ে কাজ করছে তা ফসলে সঠিক ব্যবহার করতে হবে। ফসল চাষাবাদে যখন কোন সমস্যায় পড়বেন কৃষি অফিসের সাথে সারসরি যোগাযোগ করতে হবে। ফসল উৎপাদনে কখনও অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করার যাবে না।সরকার প্রতি বছর এ খাতে বড় অংকের টাকা ভর্তুকী দিয়ে থাকে । এছাড়াও প্রাকৃতিক পরিবেশ ও মাটির স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, এই জেলার এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষকদের নতুন নতুন উদ্ভাবনী কৌশলে ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়াও জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় রেখে কৃষি প্রযুক্তি গ্রহনে তিনি স্থানীয় কৃষকদের সচেতন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোছাদ্দেক হোসেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফারমার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।
কৃষক ফেরদাউস শেখ সহ অনেক কৃষক জানান, এই প্রকল্পের আওতায় কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। কি করলে জমির মাটি ভাল থাকে, উত্তম কৃষি চর্চা, পোকামাকড় দমনসহ বিভিন্ন কৃষি বিষয়ক প্রশিক্ষন গ্রহণ কয়েছেন তারা।
সংবাদ সংগ্রহে : মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস