“স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষকের বিকল্প নেই” কৃষি মেলায় নড়াইল এর জেলা প্রশাসক
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় ১৬ মে, ২০২৪ ইং তারিখে লোহাগড়া উপজেলা চত্বরে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। তিন দিন ব্যাপি এই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর শুভ উদ্ধোধন করেন নড়াইলের জেলা প্রশাসক জনাব মো:আশফাকুল হক চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের কৃষি জমিতে দানাদার ফসল, ডাল ফসল, তেল ফসল ও উদ্যান ফসল আবাদের এলাকা বাড়াতে হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষককে স্মার্ট কৃষক হিসেবে প্রশিক্ষিত করতে হবে। প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে এদেশের কৃষক, কৃষি সেবা, কৃষি সমাজ এবং কৃষি ব্যবসা সর্বোপরি বাংলাদেশের গ্রামীন জনপদ রুপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব মো: আশিক পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহা: মেহেদী হাসান, পুলিশ সুপার নড়াইল, জনাব মো:জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লোহাগড়া, নড়াইল, আলহাজ্জ্ব সৈয়দ মশিয়ূর রহমান,মেয়র লোহাগড়া পৌরসভা, জনাব ফারজানা আক্তার, উপজেলা কৃষি অফিসার, লোহাগড়া, নড়াইল ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময়ে প্রায় দুইশতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত কৃষি প্রযুক্তি পরিদর্শন করেন। কৃষক-কৃষাণী গণ দক্ষিণাঞ্চলের প্রতিকূল আবহাওয়ায় উপযোগী কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।
সংবাদদাতা : মো: আসাদুজ্জামান, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস