নারিকেলের চারা বিতরণ কর্মসূচী
বাগেরহাট জেলার সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে গত ১৬/০৬/২০২৪ইং তারিখে ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয় উপজেলা কৃষি অফিস চত্তরে । উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার নাসির উদ্দিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাগেরহাট সদর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অংশ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। এ গাছের পাতা, ফুল, ফল, কান্ড, শিকড় সব কিছুই বিভিন্ন ছোট-বড় শিল্পের কাঁচা মাল, হরেক রকম মুখরোচক নানা পদের সুস্বাদু খাবার তৈরির উপকরণ, পুষ্টিতে সমৃদ্ধ, সুস্বাদু পানীয়, রোগীর পথ্য এসব গুণে গুণাম্বিত।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এস এম নূরনবী, সহকারি কমিশনার (ভুমি), বাগেরহাট সদর, তন্ময় দত্ত, উপজেলা কৃষি অফিসার, বাগেরহাট সদর, চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনিয়ন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । বাগেরহাট সদরের ১৯০০ কৃষককে জনপ্রতি ০৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।
সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন :- মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস