Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দক্ষিণাঞ্চলে কৃষিকে এগিয়ে নেয়ার ব্যাপক সম্ভবনা রয়েছে --------কৃষি সচিব
বিস্তারিত

খুলনার দৌলতপুরস্থ ডিএই অতিরিক্ত পরিচালকের কার্যালয় হল রুমে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের পরিচিতি ও সম্প্রসারণে করণীয় র্শীষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জুম ক্লাউডে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালায় যোগ দেন। বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন।

                 প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব বলেন, দেশের দক্ষিণাঞ্চলে কৃষিকে এগিয়ে নেয়ার ব্যাপক সম্ভবনা রয়েছে। লবণাক্ত এলাকায় সেচের জন্য খালগুলিতে মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে ফসল উৎপাদন সম্ভব হবে। স্বাধীনতার পর থেকে কৃষির সকল প্রতিষ্ঠানের চেষ্টা, কৃষি বিজ্ঞানীদের গবেষণার সফলতায় কৃষির সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, ধান বীজসহ অন্যান্য ফসলের বীজ বিদেশ থেকে আমদানী নির্ভরতা কমাতে হবে। গবেষণাগার থেকে উদ্ভাবিত ফসল কৃষক পর্যায়ে আবার কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সফলভাবে এগিয়ে নিতে কৃষি বিজ্ঞানীদের প্রতি আহবান জানান।

                 কৃষি সচিব বলেন, কৃষি ও কৃষকের  উন্নয়নের জন্য যা যা করা দরকার কৃষি মন্ত্রণালয় তা করবে। মধ্য সত্ত্বভোগীদের দৌরত্ব কমাতে সূক্ষ সূক্ষ জায়গা খুঁজে বের করে সে সব জায়গায় কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন। কৃষি অর্থনীতি ও কৃষিকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ে যার যার জায়গা থেকে কাজ করতে উপস্থিত সকলের প্রতি তিনি আহবান জানান।

                 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভাষ চন্দ্র সাহা, বিনা ময়মনসিংহের পরিচালক গবেষণা ড. মোঃ ইকরাম উল হক, মৃত্তিকা বিভাগের সিএসও ড. আজিজুল হক, উদ্ভিদ রোগতত্ব বিভাগের সিএসও ড. ইব্রাহিম খলিল ও ডিএই খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

                 বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চলনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও ড. রেজা মোহাম্মদ ইমন। কর্মশালায় মুক্ত আলোচনায় ডিএই সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইলের উপপরিচালক, উদ্ভিদ সংগনিরোদ কেন্দ্র মংলার উপরিচালক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি অংশ নেন।

                  দিনব্যাপী এ কর্মশালায় ডিএই খুলনা অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যপকবৃন্দ, এআইএস প্রতিনিধি, এনজিও, কৃষি উদ্যোক্তা এবং অগ্রগামী কৃষকসহ ১০০ জন অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশারীকরণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরামানু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এ কর্মশালার আযোজন করে।

সংবাদদাতা: মো: আবদুর রহমান এআইসিও,কৃতসা,খুলনা।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2024
আর্কাইভ তারিখ
31/12/2024