খুলনায় মাসব্যাপী ইঁদুর দমন অভিযানের উদ্বোধন
"ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চলে মাসব্যাপী ইঁদুর দমন অভিযান শুরু হয়েছে। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাঈদ মোহাম্মদ মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে ১৬ অক্টোবর সকালে ডিএই অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে এ অভিযানের উদ্বোধন করেন। এসময়ে তিনি বলেন, বিশ্বের অন্যতম ইঁদুর উপদ্রব এবং বংশবিস্তারকারী এলাকার মধ্যে বাংলাদেশ অন্যতম। সারা পৃথিবীতে ১৭০০টির বেশি ইঁদুরজাতীয় প্রজাতি আছে। বাংলাদেশে এ পর্যন্ত ১৮ প্রজাতির ইঁদুর শনাক্ত করা গিয়েছে। তিনি বুখারি হাদিসের ঊদৃতি দিয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ প্রকার প্রাণী হত্যা করায় তার কোনো দোষ নেই। যেমন : কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও পাগলা কুকুর।’ এজন্য আমাদের সকলের ইঁদুর দমনে এগিয়ে আসতে হবে। ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিভাষ চন্দ্র সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চল, জেলা এবং মেট্রোপলিটন কৃষি অফিস দৌলতপর ও লবনচরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিএই খুলনার অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ এস এম মিজান মাহমুদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এল এ তাছলিমা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন কৃষি অফিসার লবনচরা ফরাহ দিবা শামস্, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান, সিনজেনটা খুলনার এরিয়া সেলস ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান ও পুরষ্কার প্রাপ্ত কৃষক সানোয়ার আলী শেখ। পরে ২০২৩ সালে অঞ্চল পর্যায়ে ইঁদুর দমনে শ্রেষ্ট উপজেলা হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন ও ইঁদুর দমনে সহযোগীতা প্রদান করায় উপসহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান ,দেবাশিষ কুমার দাসকে পুরষ্কৃত করা হয়। ১ লক্ষ ৫৬ হাজার ৩২৩টি ইঁদুর নিধন করায় সর্বোচ্চ দমনকারী ব্যাক্তি হিসেবে খুলনা ডুমুরিয়ার কৃষক সানোয়ার আলী শেখসহ বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিদ্দিক মোড়ল ২য়, নড়াইল সদরের হারুন মোল্যা ৩য় ও সাতক্ষীরা তালা উপজেলার মুক্তাদির রশিদকে ৪র্থ হিসেবে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরষ্কৃত করেন। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এসে শেষ হয়।
সংবাদদাতা: মো: আবদুর রহমান এআইসিও,কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস