খুলনায় ছাদ বাগানিদের মাঝে চারা ও জিও ব্যগ বিতরণ
সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।
ছাদ বাগানিদের মাঝে আধুনিক চাষাবাদ কৌশল, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও সঠিক কৃষি ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার প্রোগ্রামের আওতায় ২৩ ডিসেম্বর সকালে খুলনা শহরে বাগানিদের মাঝে চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার খামারবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যপক ও প্রজেক্ট মূখ্য গবেষক ড. মো:আনোয়ারুল আবেদিন এবং ডিএই খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন এ চারা বিতরণ করেন।
এ সময় প্রজেক্ট মূখ্য গবেষক বলেন, এ প্রকল্পের মাধ্যমে বাগানিদের মাঝে উন্নতমানের চারা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে যার ফলে তারা দীর্ঘমেয়াদিভাবে উৎপাদন বাড়াতে সক্ষম হবে। সহযোগী গবেষক অধ্যপক ড. মাহমুদ হোসেন সুমন বলেন, ছাদ বাগানিদের উন্নতির জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের উপকরণ প্রদান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যেগ ও ইউএসএআইডি‘র সহযোগীতায় বাগানিরা আরও লাভবান হতে পারবেন ও কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
খুলনার মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যেগে শহরের সোনাডাংগা, নিরালা ও লবনচরা এলাকার ২৫ জন ছাদ বাগানিদের মাঝে ৫২৫টি উন্নতমানের ফল, সবজি ও ওষুধি গাছের চারা ও সমপরিমানে জিও ব্যাগ এ সময়ে বিতরণ করা হয়। লবনচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরাহ্ দিবা শামস এর সঞ্চলনায় চারা বিতরণ অনুষ্ঠানে ডিএই খুলনার অতিরিক্ত উপপরিচালক মো: আব্দুস সামাদ, এস এম মিজান মাহমুদ, সুবির কুমার বিশ্বাস, পিএইডি শিক্ষার্থী মোছা: লাজিনা বেগম ও পথিকৃত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মুক্তা ইসলাম ও ছাদ বাগানিগণ এ সময়ে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস