কৃষিতে অভিযোজন কৌশল শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি তথ্য সার্ভিস, খুলনা এর উদ্যোগে পরিবর্তিত জলবায়ু মোকাবিলায় কৃষিতে অভিযোজন কৌশল শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। কৃষি তথ্য সার্ভিসের তথ্য অফিসার উদ্ভিদ সংরক্ষণ ড. আকলিমা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক বলেন, দেশের দক্ষিণাঞ্চলে কৃষিতে ব্যাপক সম্ভবনা রয়েছে। এ অঞ্চলে কৃষির সবচেয়ে বড় বাঁধা লবণাক্ততা। কৃষি বিজ্ঞানীরা লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করেছেন। তিনি লবণাক্ততা মোকাবিলায় এ অঞ্চলে অভিযোজন কৌশল অবলম্বন করে কৃষিকে এগিয়ে নিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উদ্ভিদ সংগনিরোদ কেন্দ্র মংলা’র উপপরিচালক মোঃ মোতাহার হোসেন। প্রশিক্ষণে পরিবর্তিত জলবায়ুতে দক্ষিণাঞ্চলে কৃষিতে করণীয়সহ টেকসেই কৃষির উন্নয়নে এআইসিসি’র ভূমিকা, কৃষি তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের কার্যক্রম জোরদারে করনীয় বিষয়সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে ২৩ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয়। খুলনা বিভাগের ৩০ টি উপজেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সংবাদদাতা মো: আব্দুর রহমান ,এআইসিও ,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস