খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডার এলাকায় ৪ সেপ্টেম্বর সকালে কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় এক হাজার ২শত জন কৃষক/কৃষাণীর মাঝে ধান বীজ, ধানের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা এ কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ জানান, গত ২২ আগস্ট থেকে ২৬ আগস্ট অতিবৃষ্টি ও জোয়ারের পানির চাপে ভেড়িবাঁধ ভেঙে সৃষ্ট জলবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্ণবাসনের কাজ শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্ণবাসনের আওতায় ধান চাষিদের মাঝে ৫ কেজি করে বি আর ২৩, ব্রি ধান ৫১ ও ৫২ জাতের বীজ ও ৩’শ জন চাষির মাঝে বিআর ১০, বিআর ২৩ এবং ব্রি ধান৩০ জাতের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ৫শত জন কৃষক/কৃষাণীর মাঝে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়শ ও বিভিন্ন শাক বীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও জোয়ারের পানির চাপে ভেড়িবাঁধ ভেঙে প্রায় ২ হাজার ২শত হেক্টর ফসলী জমি সাময়িক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কৃষি অফিসের কর্মকর্তব্রন্দ উপস্থিত ছিলেন।
সংবাদদাতা: মো: আবদুর রহমান, এআইসিও, কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস