কৃষি মন্ত্রণালয় খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে ২০৫০ সাল নাগাত প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে
-----------মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলম বলেছেন, স্বাধীনতার পর যদি কোন দৃশ্যমান সফলতা থাকে তা কৃষি বিভাগেরই রয়েছে। কৃষির চ্যালেঞ্জ অনেক বেশী থাকলেও আমাদের এ সফলতাকে ধরে রাখতে হবে। কৃষি মন্ত্রণালয় ২০৫০ সাল নাগাত প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নিরাপদ খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কৃষি উৎপাদনের সাথে সরকারের অনেক অধিদপ্তর, সংস্থার সম্পৃক্ততার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সকলে মিলে একসাথে কাজ করলে ২০৫০ সালে আমরা নিরাপদ খাদ্যের সংস্থান করতে পারবো। মহাপরিচালক ২৩ জুন সকালে খুলনার দৌলতপুরস্থ ডিএই অতিরিক্ত পরিচালক কার্যালয়ের অডিটরিয়ামে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
মহাপরিচালক আরো বলেন, কৃষিতে খুলনা প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চল। এখানে কৃষি কাজে চ্যালেঞ্জ অনেক বেশী থাকলেও নতুন প্রযুক্তি, নতুন ফসল উৎপাদনের ব্যাপক সুযোগ ও সম্ভবনাও রয়েছে। প্রকল্পের প্রযুক্তিগুলি খুলনাসহ বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলায় কৃষিতে লবণাক্ততা মোকাবিলায় টেকসই হয়েছে এবং কৃষকেরা এগুলি গ্রহণ করে লাভবান হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর, সংস্থা একসংগে কাজ করলে খুলনা অঞ্চল দেশের কৃষিতে সবচেয়ে বড় অবদান রাখবে বলে মহাপরিচালক আশা প্রকাশ করেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক মোঃ আব্দুর রহিম, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক প্রশাসন এর উপপরিচালক ড. নুরে আলম সিদ্দিকী, আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিসার বিভাষ চন্দ্র সাহা ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ (অব:) ড. এস এম ফেরদৌস প্রমুখ। বক্তারা আঞ্চলিক প্রকল্পটির সার্বিক সফলতা ও ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের কৃষি ও কৃষকের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
কর্মশালায় প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
এসময় খুলনা কৃষি অঞ্চলের ডিএই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ,বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,কৃষক, উদ্যেক্তা ও এআইএস কর্মকর্তাসহ দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ শারমিনা শামিম, আরএফবিও, কৃতসা, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস