কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি, কিন্তু এখনকার তুলনায় কৃষি জমি ছিল অনেক বেশী। তখন যে ফসল উৎপাদন হতো সেসময় কিছু পরিমাণে খাদ্য আমাদের আমদানী করতে হতো। বর্তমানে জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ কোটি সে তুলনায় জমির পরিমাণ অনেক কমেছে। কিন্তু দেশের কৃষিবিদ ও কৃষক মিলে খাদ্য উৎপাদনের চাকা সচল রেখেছে। এ জন্য কৃষিবিদ ও কৃষকদেরকে উপদেষ্টা ধন্যবাদ জানান। তিনি ৯ ডিসেম্বর দুপুরে অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর সম্মেলন কক্ষে খুলনা ও যশোর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
কৃষি উপদেষ্টা আরো বলেন, খুলনা অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় কৃষি বিজ্ঞানীগণ গবেষণা কার্যক্রম জোরদার করেছেন। আমাদের কৃষকেরা প্রচুর পরিশ্রম করেন। কৃষকের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কৃষকের দিকে খেয়াল রাখলে কৃষক ও আমাদের দিকে খেয়াল রাখবেন।
তিনি বলেন, কৃষক কোন কারণে বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না। খুলনা ও যশোর অঞ্চলের ভবদাহ এর জলাবদ্ধতা সমাধানে পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক, ডিএই’র উপপরিচালকবৃন্দ ও কৃষি মন্ত্রণালয়ধীন সকল দপ্তর/সংস্থার আঞ্চলিক প্রধানগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এর আগে কৃষি উপদেষ্টা ডিএই খুলনা অঞ্চল আয়োজিত টেকসই কৃষি প্রযুক্তি স্টল পরিদর্শন করেন ও পরে অফিস প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করেন।
সংবাদদাতা: মো: আবদুর রহমান এআইসিও,কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস