কৃষির সার্বিক উন্নয়ন করাই সরকারের উদ্দেশ্য
কৃষি সচিব
কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে চলেছে। কৃষির সার্বিক উন্নয়ন করাই সরকারের উদ্দেশ্য। বিনাসহ দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ অনেক ফসল গবেষণায় সাফল্য রয়েছে। তিনি কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ উদ্ভাবনে বাস্তবতা ও আর্থসামাজিক অবস্থার কথা ভাবতে এবং কৃষকদের নিকট টেকসই করার প্রতি গুরুত্বারোপ করেন। কৃষি সচিব ৯ নভেম্বর সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অতিরিক্ত পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিনা উদ্ভাবিত উচ্চফলশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিণ্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভূক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। বিনা মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ এ কর্মশালায় সভাপতিত্ব করেন।
কর্মশালার উদ্বোধনকালে কৃষি সচিব আরো বলেন, উদ্ভাবিত জাতসমূহ কৃষকদের নিকট জনপ্রিয় করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করে তুলতে হবে। তিনি সম্প্রসারণ, গবেষণা ও মাঠ একসংগে নিয়ে দেশের কৃষিকে এগিয়ে নিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ উইং পরিচালক ড. ভূঞা এটিএম ওবায়দুল্লাহ, বিনা পরিচালক (গবেষণা) ড. মোঃ ইকরামুল হক, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজগর আলী, খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিসার বিভাস চন্দ্র সাহা ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।দিনব্যাপী এ কর্মশালায় ডিএই যশোর অঞ্চলের ৬ জেলার উপপরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ, কৃষি তথ্য সার্ভিস প্রতিনিধিসহ অগ্রগামী কৃষক/কৃষাণী, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল এ কর্মশালার আয়োজন করে।
সংবাদদাতা: মো: আবদুর রহমান এআইসিও,কৃতসা,খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস